Published : 30 Jun 2025, 08:50 PM
সাতক্ষীরার তালায় কোমলপানীয় ভেবে ঘাস মারার বিষ পান করে এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে মারা যান এক সার-কীটনাশক ব্যবসায়ী।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার ভোরে তার মৃত্যু হয় বলে ওই হাসপাতালের চিকিৎসক সাঈদুর রহমান জানান।
মারা যাওয়া হাবিবুর রহমান (৪৫) তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতী গ্রামের বাসিন্দা। স্থানীয় বাজারে তার সার ও কীটনাশকের দোকান আছে।
পরিবারের বরাতে পাটকেলঘাটা থানার এসআই মিন্টু সরকার বলেন, মঙ্গলবার দুপুরে হাবিবুর রহমান নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে বাড়ির পাশের একটি দোকান থেকে সিঙ্গারা কিনে খেতে খেতে সেখানেই অন্য একজনের সার-কীটনাশকের দোকানে বসেন।
তখন দোকানে রাখা বোতল থেকে কোমলপানীয় ভেবে ঘাস মারার বিষ অনেকটা খেয়ে ফেলেন হাবিবুর। সঙ্গে সঙ্গে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। তবে ঢাকা থেকে শনিবার ফের তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান হাবিবুর।
ওই হাসপাতালের চিকিৎসক সাঈদুর রহমান বলেন, “দুই দিন আগে যখন নিয়ে আসা হয় তখন কার্যত তার অবস্থা পুরোমাত্রায় সংকটাপন্ন ছিল।
“ভোরে মৃত্যুর পর পরিবারের আপত্তি থাকার পরও লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।”
হাবিবুর রহমানের ভাই সুমন রহমান বলেন, “ভুল করে ঘাস মারার বিষ পানের পর বহু চেষ্টা করেও ভাইকে বাঁচানো যায়নি।”
সোমবার বাদ মাগরিব তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। হাবিবুর রহমানের ১৬ ও ১০ বছর বয়সি দুই ছেলে আছে।