Published : 31 Aug 2024, 12:15 AM
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিজ ঘর থেকে কিশোরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ইউসুফনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান।
শুক্রবার সকালে পরিবারের লোকজন ঘরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
নিহত রাবেয়া আক্তার (১৫) ওই এলাকার প্রবাসী জাকির হোসেনের মেয়ে।
জাকির হোসেন বলেন, “আমার মেয়ে আমাদের সঙ্গে বড় ঘরে থাকত। পাশের ছোট ঘরে কেউ ছিল না। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তাকে বড় ঘরে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে ছোট ঘরে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় খাটে পড়ে থাকতে দেখা যায়।
“আমাদের চিৎকার শোনে আশপাশের লোকজন জড়ো হয়। পরে পুলিশকে খবর দিই।”
মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, “প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ড হতে পারে। হত্যাকারীকে শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান চলছে।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।