Published : 14 May 2025, 03:38 PM
নেত্রকোণার দুর্গাপুরে বজ্রপাতে একজন বর্গা চাষির দুটি গরুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের চীনাকুরি বিলের জমিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর।
ক্ষতিগ্রস্ত চাষী জামাল মিয়া ওই ইউনিয়নের নেতপাড়া গ্রামের বাসিন্দা৷
জামাল মিয়া বলেন, সকালে চীনাকুরি বিলে ঘাস খাওয়ার জন্য গরু দুটিকে রেখে আসেন। এর মধ্যে হঠাৎ বৃষ্টি এবং পাশাপাশি বজ্রপাত শুরু হয়।
“বৃষ্টি শেষ হলে বেলা সাড়ে ১১টার দিকে বিল থেকে গরু আনতে গিয়ে দেখি বজ্রপাতে আমার গরু দুটি মারা গেছে।”
গরুগুলোর বাজার মূল্য এক লাখ টাকার বেশি হবে দাবি করে এই বর্গা চাষি বলেন, “আমি অন্যের জমিতে কৃষি কাজ করে সংসার চালাই, পাশাপাশি গরু দুটি লালন-পালন করছিলাম। আমি এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠব জানি না।”
ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতার চেষ্টা করা হবে।”