Published : 27 Dec 2024, 02:08 PM
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে কোনাবাড়ী পেয়ারা বাগান ১০তলা মোড় বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মডার্ন ফায়ার স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়েই আমাদের দমকলকর্মীরা দ্রুত ঘটনা চলে যান এবং আগুন নির্বাপণের কাজ শুরু করেন। দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
“আগুনে তিনটি দোকান ও দোকানের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।”
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণার কথাও জানান ফায়ার স্টেশনের এই কর্মকর্তা।