Published : 05 Jun 2024, 08:42 PM
বরিশালের গৌরনদী উপজেলায় প্রচণ্ড গরমে ও বিদ্যালয়ে বিদ্যুৎ না থাকায় দুই শ্রেণির ১৫ ছাত্রী অসুস্থ হয়ে পড়েন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান।
অসুস্থদের মধ্যে পাঁচ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হল- খুশবু আরা (১৬), হিয়া আক্তার (১৬), তাসফিয়া (১৩), শুক্তি আক্তার (১৫) ও জান্নাত (১৫)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রচণ্ড গরম পড়েছে। এর মধ্যে বুধবার সকাল থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। এর মধ্যে নবম শ্রেণির এক শিক্ষার্থী প্রথমে অসুস্থ হয়ে পড়ে। তাকে দেখতে ও শুশ্রূষা করতে এসে অষ্টম ও নবম শ্রেণির আরও ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
তবে যে কয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে, তারা কেউই সকালে বাসা থেকে কোনো খাবার খেয়ে আসেনি বলে জানান এই শিক্ষক।
প্রধান শিক্ষক আরও বলেন, “অসুস্থ শিক্ষার্থীদের প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। স্যালাইন দেওয়ার পর সুস্থ হওয়ায় ১০ জনকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
“অন্য পাঁচ ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে বরিশাল শের ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গৌরব বলেন, অসুস্থ ছাত্রীদের শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে। এর মধ্যে পাঁচজন ছাত্রী বেশি অসুস্থ থাকায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল জানান, “খবর পেয়ে হাসপাতালে গিয়ে অসুস্থ ছাত্রীদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটছে বিষয়টি খতিয়ে দেখা হবে।”