Published : 13 Jun 2024, 06:30 PM
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ‘র্যাব পরিচয়ে’ ব্যবসায়ীকে অপহরণের পর স্বর্ণ লুটের ১৩ দিন পর আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরে একজনের বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে লুট হওয়া ৪৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
গ্রেপ্তাররা হলেন- ফরিদপুর সদরের রঘুনাথপুর এলাকার আহম্মেদ শেখের ছেলে সিদ্দিক শেখ (৫০) এবং রাজবাড়ীর সদর উপজেলার শ্রীপুর এলাকার আবুল কালাম মিয়ার ছেলে শাহ আলম মিয়া (৪৮)।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম আজাদ বলেন, ১ জুন সকালে ঢাকার দোহার উপজেলার এক স্বর্ণ ব্যবসায়ী অটোরিকশায় করে মানিকগঞ্জ সিংগাইরের চারিগ্রাম বাজারে স্বর্ণালংকার বিক্রি করতে যাওয়ার পথে র্যাব পরিচয়ে একদল ডাকাত তাকে অপহরণ করে।
পরে এলাকাবাসী তাকে উদ্ধারের পাশাপাশি ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। তবে ওই ব্যবসায়ীর কাছে থাকা স্বর্ণালংকার লুট করে আগেই পালিয়ে যায় ডাকাত দলের অন্য দুই সদস্য। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় ডাকাতির মামলা করেন।
পুলিশ সুপার বলেন, তদন্তের এক পর্যায়ে গোপন খবর পেয়ে বুধবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার কুচিয়ামোড়া টোলপ্লাজা থেকে ডাকাত দলের সদস্য সিদ্দিক শেখকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকালে ডাকাত দলের অপর সদস্য শাহ আলমকে রাজবাড়ীর শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শাহ আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে ৪৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ সুপার।
আরও পড়ুন: