Published : 08 Jun 2025, 12:55 AM
বরিশালের উজিরপুর উপজেলায় বাস ও বাইকের সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার জয়শ্রী সাজু পেট্রোল পাম্প এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটে।
গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, জুয়েল হাওলাদার বরিশাল সরকারি বিএম কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে।
তার সঙ্গে আহত হৃদয় দাস একই গ্রামের বাসিন্দা। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল নিউ অন্তরা পরিবহনের একটি বাস। আর বরিশাল থেকে বাইকে করে গ্রামে ফিরছিলেন জুয়েল ও হৃদয়। সাজু পাম্পের কাছে বাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।