Published : 30 Jan 2024, 09:08 AM
কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। তার নাম নিজাম সরকার।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার চালিভাঙ্গা গ্রামের ছোট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
৪০ বছর বয়সি নিজাম উপজেলার চালিভাঙা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। উপজেলার নলচর গ্রামের নিজাম বালুর ব্যবসাও করতেন।
সংঘাতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
তারা হলেন: আনিস সরকার, টিটু সরকার, মো. সুমন, দেলোয়ার, ইব্রাহিম, রমজান, শাকিল, খালেদ হাসান, হানিফ ও ওয়াসিম।
তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিজামের বন্ধু সিরাজুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে চালিভাঙ্গা ইউনিয়নে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরির সমর্থক কাইয়ুম গ্রুপ এবং মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলমের অনুসারী নিজাম গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এ সময় গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে দুপক্ষের ১১ জন গুরুতর আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে নিজামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিজামের স্ত্রী সালমা আক্তার ও ভাই সানাউল্লাহ সরকার জানান, সংঘর্ষের খবর শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে যান নিজাম। সেখানে প্রতিপক্ষের হাতে টেটাঁবিদ্ধ হন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।”
মেঘনা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]