Published : 20 Aug 2023, 06:09 PM
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেইসবুকে পোস্ট দেওয়ায় লালমনিরহাট জেলার ১২ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এ তথ্য জানানো হয়।
রাশেদ জামান বিলাশ বলেন, ১২ নেতাকর্মী যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছিলেন। জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- কালীগঞ্জের চলবলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম সুমন, হাতিবান্ধার গড্ডিমারী ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান ভূঁইয়া, গোতামারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোনাবেরুল হক মিশেল, কালীগঞ্জ উপজেলার উত্তরণ ডিগ্রি কলেজের কর্মী মামুনুর রশিদ লিওন খান, হাতিবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন সাগর, সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের সহসভাপতি আমিনুল ইসলাম রানা, আইন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবিন, লালমনিরহাট পৌর শাখার ৪ নম্বর ওয়ার্ডের সহসভাপতি শ্রাবন হোসেন, মোগলহাট ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহিম ইসলাম, লালমনিরহাট পৌর শাখার সদস্য ঈসমাইল হোসেন আদর, পাটগ্রামের জোংড়া ইউনিয়নের সদস্য সহিদ ও পাটগ্রাম পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইবনে রসিদ।
জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ বলেন, এ ছাড়া এদিনের সভায় সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে জেলা কমিটির সহসভাপতি হুমাযুন কবীর হিরুকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে। সবাইকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
১৯৭১ সালে পিরোজপুরের পারেরহাটে নৃশংসতার সঙ্গে জড়িত সাঈদী মারা যান গত ১৪ অগাস্ট। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের এই দোসরের মৃত্যুতে তার দল জামায়াত ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা তাৎক্ষণিক শোক জানাতে থাকেন।
ছাত্রলীগের পদধারী বহু নেতাও শোক প্রকাশ করলে সংগঠনের মধ্যেই প্রশ্ন উঠে। সমালোচনার মুখে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের অব্যাহতি ও সাময়িক বহিষ্কার করা হয়।