Published : 26 Jun 2025, 05:40 PM
ধান ও চালের বাজার নিয়ন্ত্রণে নওগাঁয় অবৈধ মজুতবিরোধী অভিযান চালিয়েছে খাদ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে জেলার বেশ কয়েকটি চালকল ও গুদামে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান নওগাঁর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
এ সময় বিভিন্ন মিলে ধান ও চালের অবৈধ মজুদ, খাদ্য উৎপাদন ও আইন লঙ্ঘনসহ নানা অনিয়মের তথ্য পাওয়া যায়।
ভোক্তা অধিকারের রুবেল আহমেদ বলেন, অভিযানে সদরের হাঁপানিয়া এলাকায় লাইসেন্স না থাকায় একটি চালকল মালিককে দুই হাজার টাকা এবং মজুদ অবস্থার বস্তার গায়ে চালের নাম ও মূল্য না লেখায় আরেকটি চালকলে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া জেলার অন্য উপজেলাতেও এই অভিযান চলছে বলে জানান তিনি।
নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ হোসেন বলেন, ধান ও চালের বাজার দর নিয়ন্ত্রণে চালকলগুলোতে অবৈধ মজুদ, খাদ্য উৎপাদন ও আইন লঙ্ঘনসহ নানা অনিয়মের অভিযোগে সদরসহ ১১ উপজেলায় অভিযান চালানো হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
গত সপ্তাহ থেকে নওগাঁয় হঠাৎ করে চালের দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা এবং ৫০ কেজির বস্তায় ১০০ থেকে দেড়শ টাকা বৃদ্ধি পেয়েছে।