Published : 16 Mar 2025, 05:52 PM
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় এক সাংবাদিকের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার সরাই হাজিপুর গ্রামে এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে রায়গঞ্জ থানার পরির্দশক (তদন্ত) শফিকুল ইসলাম জানান।
আহত শাহিন খান দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক।
তার বড় ভাই শামীম খান বলেন, শনিবার সকালে শাহিন বাড়ির অদূরে গভীর নলকূপ মেরামতের কাজ দেখতে যান। তখন জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পাশের শ্যামগোপ গ্রামের শাহ পরানের নেতৃত্বে একদল লোক তার ওপর হামলা চালায়। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, লাঠিসোঁটা ও রড দিয়ে পিটিয়ে দুই হাত ও এক পা ভেঙে দেওয়া হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয় শাহিনকে। এরপর চিকিৎসকরা তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠান।
পরির্দশক শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আহত সাংবাদিক শাহিন খানের বাবা আব্দুল বারিক খান বাদী হয়ে শনিবার রাতে নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে রোববার বিকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।