Published : 01 Oct 2024, 11:06 PM
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কার্তিক চন্দ্র রায়।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনটির পাওয়ার কারের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহের পথে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
উদ্ধারকারী একটি ট্রেন ময়মনসিংহ থেকে ঘটনাস্থলে যাচ্ছে; দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।