Published : 14 Jun 2025, 07:46 PM
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাস ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পাকাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মালেক জানান।
নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের মৃত মজিদ বিশ্বাসের ছেলে পিকআপের চালক মশিউর রহমান (৬৫) এবং তার সহকারী ফরিদপুরের কামারখালীর আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে সুয়াজ বিশ্বাস (৪৫)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পিকআপটি পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে যানচলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
পরিদর্শক আবদুল মালেক বলেন, মরদেহ দুটি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। তাদের স্বজনদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তারা এলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।