Published : 06 Apr 2025, 09:32 PM
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু নোয়াখালীর গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে তাকে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রামের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষক ও ড্যাবের জেলা সভাপতি সাইফুল ইসলাম বলেন, বরকত উল্লাহ বুলু প্রথমে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে তার শ্বাসকষ্ট দেখা দেয়, যেটি নিউমোনিয়ার দিকে যাচ্ছে। এ ছাড়া তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিসেও ভুগছেন। সে কারণেই ঢাকায় পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, বরকত উল্লাহ বুলু ঈদের পরের দিন বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় কয়েকটি কর্মসূচিতে যোগ দেন। শনিবার তিনি জ্বরে আক্রান্ত হন। তার প্রকট শ্বাসকষ্ট দেখা দেয়।