Published : 30 May 2025, 06:40 PM
টানা বৃষ্টিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কাজী নজরুল ইসলাম হল পানিতে তলিয়ে গেছে। হলের নিচ তলার প্রতিটি কক্ষে ঢুকেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুরে শহরের ধর্মপুরে কলেজের ডিগ্রী সেকশনের এই হলটিতে প্রবেশ করতে গিয়ে দেখা গেল জলাবদ্ধ বারান্দায় লাইব্রেরির সামনে মশারি টানিয়ে মাছ ধরছেন এক কর্মচারী। ভেতরে ঢুকতেই ভোগান্তির চিত্র আরও ফুটে ওঠে।
হলের নিচতলার প্রতিটি কক্ষে ঢুকেছে বৃষ্টির পানি। মালামাল সব খাট টেবিলের উপর তুলে সেখানেই কোনো রকম দিন পার করছেন শিক্ষার্থীরা। কেউ কেউ আবার পানি সেচে রুম শুকানোর চেষ্টা করছেন।
শিক্ষার্থীরা জানান, ভারি বৃষ্টিতে হলের নিচতলার ৩৩টি কক্ষের সবগুলোতেই পানি ঢুকেছে। তলিয়ে গেছে রান্নার জায়গা, ডাইনিং রুম ও লাইব্রেরি। বৃহস্পতিবার মধ্যরাত থেকে পানির মধ্যে থাকছেন শতাধিক ছাত্র।
শিক্ষার্থীদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে কলেজ ক্যাম্পাস, ছাত্রাবাস এবং ছাত্রীদের আবাসিক হল বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কবলে পড়ে। জলাবদ্ধতা নিরসনের জন্য বারবার দাবি করা হলেও, কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যে কারণে বছরের পর বছর তাদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে।
হলে থাকা অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল বলেন, বুধবার রাত থেকে বৃষ্টি হওয়ায় কলেজের ক্যাম্পাসে শ্রেণি কক্ষ, আবাসিক হল, মাঠ সব ডুবে গেছে।
তবে কাজী নজরুল ইসলাম হলটি আশেপাশের জায়গার তুলনায় নিচু হওয়ায় কক্ষে পানি ঢুকেছে বলে জানান তিনি।
অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ বাধন বলেন, একটু বেশি বৃষ্টি হলেই কাজী নজরুল ইসলাম হল এবং মেয়েদের নবাব ফয়জুন্নেসা হলের নিচ তলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রায় প্রতিবছরই এই চিত্র দেখা যায়। হলে থাকা শিক্ষার্থীদের বর্ষা মৌসুমে এ ধরনের ভোগান্তিতে পড়তে হয়।
প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই পানি শুধু বৃষ্টির পানি হলে মানা যেত। আশপাশের ড্রেনের ময়লা পানি ঘরে, খাবার ঘরে ঢুকছে। জলাবদ্ধতা নিরসন নিয়ে কলেজ কর্তৃপক্ষকে বারবার বলার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ভূঁইয়া বলেন, কাজী নজরুল ইসলাম হল এবং নবাব ফয়জুন্নেছা হলের নিচতলার শিক্ষার্থীদের অন্য কোনো রুমে নিয়ে যাওয়া যায় কি-না সে ব্যাপারে হল নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে কলেজের জলাবদ্ধতা নিরসনে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়; সেটি নিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কাজ করছে বলে জানান তিনি।
এদিকে শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি সেকশনের কলা ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ভবনের নিচতলার কক্ষগুলোতে পানি ওঠায় পরীক্ষা হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে অধ্যক্ষ আবুল বাশার বলেন, বিকালে এ বিষয়ে একটি সভায় হবে। সেখানে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাগরে নিম্নচাপের ফলে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে কুমিল্লা নগরী। নিচু বাসা-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব জায়গাতেই পানি ঢুকেছে। রাত থেকে ভারি বৃষ্টির ফলে তলিয়ে গেছে নগরীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া শনিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে।