Published : 15 Dec 2023, 05:21 PM
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কিশোরী হত্যার ঘটনায় করা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধূরী জানান।
দণ্ড পাওয়া সাজাদুল ইসলাম (৪২) উপজেলার আওয়ালগাড়ী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
নিহত কিশোরীর নাম রূপালী (১৬)। সে আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের মেয়ে।
আইনজীবী ফিরোজা বলেন, “সরকার থেকে লিজ নেওয়া চার একর খাস জমি নিয়ে আব্দুল জলিলের সঙ্গে সাজাদুলের বিরোধ চলছিল। এক পর্যায়ে সাজাদুল কৌশলে জলিলের মেয়ে রূপালীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সে সময় বিয়ে নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।
“পরে ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে মোবাইল ফোনে রূপালীকে তুলশীগঙ্গা নদীর পাড়ে ডেকে নিয়ে তাকে মারপিট করে হত্যা করেন সাজাদুল। আলামত লুকানোর জন্য মরদেহের শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন তিনি।”
পরে এ ঘটনায় রূপালীর বাবা বাদী হয়ে একই বছরের ৫ মে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান জয়পুরহাট আদালতের পরিদর্শক আব্দুল লতীফ খান।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]