Published : 26 Dec 2023, 08:51 PM
কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমাকে এবার শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
ভুঁড়িভোজ আয়োজনের মাধ্যমে ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার অভিযোগে সিটি করপোরেশন, আদর্শ সদর ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল তাকে তলব করেন।
বুধবার বেলা ১১টায় অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সীমাকে সশরীরে অথবা তার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার রাতে সীমাকে ওই নোটিশ দেওয়া হলেও মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
ঈগল প্রতীকের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তিনি কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের মেয়ে।
এই আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে তিনটি শোকজ করে নির্বাচনি অনুসন্ধান কমিটি। বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি।
বাহারের বিরুদ্ধে তিনটি অভিযোগের একটি দিয়েছেন আঞ্জুম সুলতানা সীমা।
সাংবাদিককে মারধর: এমপি বাহারকে তৃতীয়বারের মত শোকজ
নৌকায় ভোট না দিলে ‘ভাতা কার্ড কেড়ে নেওয়ার হুমকি’, কাউন্সিলরকে শোকজ
প্রার্থিতা বাতিল কেন নয়, বাহার-শম্ভুর ব্যাখ্যা তলব
এবার ভোটারদের জন্য ভুঁড়িভোজ আয়োজন করায় সীমার বিরুদ্ধে কমিটিতে অভিযোগ দিয়েছেন বাহার।
সীমাকে দেওয়া শোজকে বলা হয়েছে, রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত আঞ্জুম সুলতানা সীমা কুমিল্লা সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছা বড়বাড়িতে প্যান্ডেল সাজিয়ে নিজ খরচে ভুঁড়িভোজের আয়োজনের মাধ্যমে ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করেছেন।
এই মর্মে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। অভিযোগটি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচনি অনুসন্ধান কমিটির নিকট পাঠানো হয় বলে শোকজে উল্লেখ করা হয়েছে।