Published : 26 Jun 2025, 10:08 PM
বস্তা পরিবর্তন করে পাচারের সময় ভোলার দৌলতখান উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য-কাবিখা কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক নসিমন চালককে আটক করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার বাংলাবাজার ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে চালসহ তাকে আটক করা হয় বলে জানান দৌলতখান থানার ওসি মো. জিল্লুর রহমান।
আটত হৃদয় (২২) ভোলা সদর উপজেলার বাসিন্দা। জব্দ করা চাল দৌলতখান থানা পুলিশের হেফাজতে রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওসি জিল্লুর রহমান বলেন, রাতে দৌলতখান থেকে নসিমনে করে প্রায় ১০০ বস্তা চাল পাচার করা হচ্ছিল। গোপন খবর পেয়ে বাংলাবাজার ফাঁড়ির পুলিশ নসিমন চালককে আটক করে। পরে চালকসহ চালগুলো দৌলতখান থানায় নেওয়া হয়।
তিনি বলেন, সরকারি বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় চালগুলো ভরা হয়েছে। চালগুলো সরকারি গুদামের এটা নিশ্চিত হওয়া গেছে। তবে বস্তা পরিবর্তন করায় এগুলো কোনো প্রকল্পের তা নিয়ে পরীক্ষা চলছে। যদি সঠিক কাগজপত্র দেখাতে পারে তাহলে আদালতের মাধ্যমে ছাড়া পাবে। অন্যথায় নিয়মিত মামলা হবে।
দৌলতখান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শুভাশ চন্দ্র পাল বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে চালগুলো উপজেলার ভবানীপুর ইউনিয়নে কাবিখা প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে। এ প্রকল্পে নয় টন চাল বরাদ্দ হয়েছে।
চালগুলো প্রকল্প কর্মকর্তা উপজেলার মধ্যে বিক্রি করে কাজ সম্পন্ন করতে পারবেন; অন্য উপজেলায় নেওয়া যাবে না বলে জানান তিনি।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়তি রাণী কৈরী বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে জাড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।