Published : 16 May 2024, 07:26 PM
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের চার লেনের কাজ করার সময় গ্যাস লাইনে লিকেজ হয়েছে। এতে আশপাশের প্রায় ২৮টি শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জালালাবাদ গ্যাস শাহজিবাজারের ব্যবস্থাপক জুনাইদ আহমেদ।
তিনি জানান, ম্যাটাডোর কোম্পানির কারখানার কাছে মহাসড়কের নির্মাণ কাজের এস্কেভেটর ব্যবহারের সময় অসতর্কতাবশতঃ গ্যাস লাইনে আঘাত লাগলে এই লিকেজের ঘটনা ঘটে। এতে মাধবপুর-অলিপুর এলাকার আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।
এদিকে গ্যাস সরবরাহ বন্ধের কারণে শিল্প কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
হবিগঞ্জ প্রাণ ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের চিফ প্লান্ট অফিসার দীপক কুমার দেব বলেন, “সকাল থেকেই আমাদের কোম্পানিতে গ্যাস নেই। গ্যাস না থাকার কারণে আমাদের উৎপাদন বন্ধ রয়েছে। কখন গ্যাস সরবরাহ সচল হবে তাও বলা যাচ্ছে না। তবে সন্ধ্যা নাগদ গ্যাস আসতে পারে বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে।”
তিনি বলেন, “গ্যাস না থাকার কারণে আমাদের অন্তত ১০ থেকে ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।”
সায়হাম গ্রুপের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. রেজাউল হক জানান, গ্যাস না থাকায় সকাল আমাদের কারখানার কাজ বন্ধ রয়েছে। গ্যাস না থাকার কারণে আমাদের অন্তত পাঁচ কোটি টাকার মতো ক্ষতি হবে।
তিনি বলেন, “সতর্কতা অবলম্বন করে যদি কাজটি করা হতো তা হলে এমনটা হতো না। আমাদেরও ক্ষতির মুখে পড়তে হত না।”
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, ঠিকাদারী প্রতিষ্ঠানের ডিজাইন অনুযায়ী সম্প্রতি সঞ্চালন লাইন নিরাপদ দূরত্বে স্থানান্তর করা হয়। তারপরও আজ এ দুর্ঘটনা ঘটেছে। এতে পাইপে থাকা বিপুল পরিমাণ গ্যাসও নষ্ট হয়েছে।
জালালাবাদ গ্যাসের শাহজিবাজারের ব্যবস্থাপক জুনাইদ আহমেদ বলেন- “আমরা দুর্ঘটনাস্থলে কাজ করতেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে পারবো।”