Published : 31 May 2025, 11:05 AM
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল প্রায় ৪৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।
শনিবার সকাল পৌনে ৭টার দিক থেকে এ নৌপথে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ শিমুল।
এর আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বুধবার রাত থেকে বৈরি আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল হয়ে উঠে। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ শিমুল জানায়, বৈরি আবহাওয়ার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার সকাল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শনিবার সকাল থেকে লঞ্চ চলাচল শুরু করা হয়।
আগের সংবাদ