Published : 10 Nov 2022, 08:14 PM
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে রোগী ও দুই স্বজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে হাসপাতালটির চিকিৎসক মাজহারুল ইসলাম জানান।
আহতরা হলেন উপজেলার সিংগী বাজার এলাকার হারুন শেখের স্ত্রী মনোয়ারা খাতুন, তার মেয়ে সুমি আক্তার এবং ভাইয়ের স্ত্রী ফুলজান বেগম।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার বিকালে অসুস্থ মনোয়ারা খাতুনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রাতে মেয়ে এবং ভাইয়ের স্ত্রী তাকে দেখতে যান। হাসপাতালে রোগীর বিছানার পাশে মেঝেতে সুমি ও ফুলজান শুয়ে ছিলেন। সকাল ৭টার দিকে ছাদের পলেস্তারা খসে ওই তিনজনের ওপর পড়ে। এতে তারা আহত হন।
ডা. মাজহারুল ইসলাম বলেন, ফুলজান বেগমের ডান পায়ে ২০টি সেলাই লাগে। পেটে আঘাত পাওয়া সুমি খাতুনকে যশোরে পাঠানো হয়েছে। আরেকজনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।