Published : 06 Dec 2024, 12:07 PM
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জাল বসাতে গিয়ে ডুবে গেছে একটি নৌকা। এ ঘটনায় ২০ জেলেকে জীবিত উদ্ধার হলেও পরে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনো নিখোঁজ দুজন।
শুক্রবার ভোর রাতের দিকে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ।
নিহতরা হলেন- বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালির চরের প্রয়াত আব্দুল আলীর ছেলে আবুল হাসেম (৫০) এবং একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল (২৭)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।
স্থানীয়দের বরাতে টিটু কুমার নাথ বলেন, বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে স্থানীয় রবিউল মাঝির একটি নৌকা হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে বেহুন্দী জাল বসাতে যায়।
শুক্রবার ভোরে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এ সময় ২০ জন জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নৌকায় আটকে যান।
পরে স্থানীয় জেলেরা নৌকার ভেতর থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করেন। দেলোয়ার ও ইরান নামে অপর দু’জন এখনো নিখোঁজ রয়েছেন।
নৌপুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। নিহত জেলেদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।