Published : 07 Aug 2024, 01:15 AM
চাঁদপুর শহরের লঞ্চঘাট এলাকার নৌ থানাটি পুড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।
মঙ্গলবার দুপুরে নৌ থানার টিনের লম্বা ঘরটির ছাই ছাড়া আর কিছুই দেখা যায়নি। শুধু উপরের চাল এবং পিলারগুলো অক্ষত আছে। থানার ভেতরের কক্ষগুলোতে পুলিশের ব্যবহৃত কোনো আসবাবপত্রের চিহ্নও নেই।
লঞ্চঘাটের স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার শেখ হাসিনার পতনের খবর জানতে পেরে নৌ থানার ওসি, কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা তাদের হাতের কাছে যা পেয়েছেন তা নিয়ে পালিয়ে যান। তারপর বিকাল থেকে সন্ধ্যার মধ্যে থানায় আগুন দিয়ে সব লুট করে নিয়ে যায়।
চাঁদপুর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, “সোমবার সকালে আমরা থানা থেকে চলে আসি। পরে কোন সময় আগুন দিয়েছে বলতে পারবো না। কারা এই ঘটনা ঘটিয়েছে তাও বলতে পারবো না। কারণ, এখন পর্যন্ত আমরা সেখানে যেতে পারিনি।”