Published : 22 Jan 2023, 04:48 PM
দিনাজপুর শহরে নাশকতার চেষ্টার অভিযোগে জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি যাত্রীবাহী বাস ও কিছু লাঠিসোঠা জব্দ করা হয়।
রোববার সকালে শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে দিনাজপুর কোতোয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম জানান।
তিনি বলেন, আটকরা দিনাজপুরের চিরিরবন্দর, বীরগঞ্জ ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে সকালে দিনাজপুর শহরে আসে এবং নাশকতার চেষ্টা করে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।
তাদের বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে আদালতে নেওয়া হবে বলে জানান ওসি।