Published : 25 Dec 2023, 11:55 PM
যশোরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে এক রিকশাচালককে নির্যাতনের অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে।
রোববার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত যশোর শহরের চাঁচড়া রায়পাড়া সার গোডাউন এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ইউনুচ আলী।
তবে কোনো ধরনের নির্যাতনের অভিযোগ অস্বীকার করে র্যাব দাবি করেছে, তারা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়েছে। যদিও অস্ত্র উদ্ধার করা যায়নি।
সোমবার দুপুরে ৩৫ বছর বয়সী ইউনুচ তার বৃদ্ধা মা রাবেয়া বেগমকে সঙ্গে নিয়ে প্রেসক্লাব যশোরে আসেন। এ সময় তিনি গায়ে নির্যাতনের চিহ্ন দেখান সাংবাদিকদের। তখন তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন।
শহরের ভাড়া বাসায় ইউনুচ তার স্ত্রী, দুই সন্তান ও মাকে নিয়ে বসবাস করেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
নির্যাতনের বর্ণনা দিয়ে ইউনুচ আলী বলেন, শহরে রিকশা চালিয়ে দুপুরে তিনি ভাত খেতে বাসায় যান। তখন ৩০ থেকে ৩৫ বছর বয়সী চারজন তার বাসায় আসেন। র্যাবের লোক পরিচয় দিয়ে তারা তারও পরিচয় নিশ্চিত করে।
“এরপর ঘরের এদিক-ওদিকে একটু তাকিয়েই একজন আমাকে জিজ্ঞাসা করেন, মালডা কই? বুঝতে না পারাতে আমি বললাম, কী জিনিস স্যার? তখন তাদের মধ্যে একজন বলল, বুঝবি, যখন হাত পা বেঁধে ঝুলাব!
“তারপর আমাকে হাতকড়া পরায়। আর মেয়ের হিজাব দিয়ে চোখ বেঁধে ফেলে। এরপর লাঠি দিয়ে এলোপাতাড়ি নির্যাতন করতে থাকেন। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মারে। মুখ বাঁধা থাকার কারণে চিৎকারও করতে পারিনি”, যোগ করেন ইউনুচ।
তিনি এখন অসুস্থ ও আতঙ্কিত বলেও জানান।
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি সাংবাদিকদের বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিকে ইউনুচের বাড়িতে অভিযান চালানো হয়। আমাদের কাছে তথ্য ছিলো ইউনুচের বাড়িতে এক সন্ত্রাসীর অস্ত্র রাখা আছে। জিজ্ঞাসাবাদে অস্ত্র রাখার কথা ইউনুচ ও তার মা স্বীকার করেছে র্যাবের কাছে। তবে অভিযানের আগেই অস্ত্রটি যে রেখেছিল; তিনি নিয়ে গেছেন। ফলে অস্ত্রটি পাওয়া যায়নি।”
ইউনুচের মা রাবেয়া বেগম বলেন, “আমরা অনেক গরিব মানুষ। আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। কোনো মামলাও নাই। তারপরেও মিথ্যা অভিযোগে আমার ছেলেটারে র্যাব নির্যাতন করেছে। ছেলেটা এখন অনেক অসুস্থ।”