Published : 10 May 2025, 07:14 PM
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি অস্ত্র-গুলি চুরির পর চোর ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
শনিবার স্থানীয় সাংবাদিকদের ডেকে এ ঘোষণা দেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম।
তিনি বলেন, অস্ত্র-গুলি চুরির ঘটনায় চোরের সন্ধান দিতে পারলে ৫০ হাজার ও ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
এর আগে সোমবার ফরিদগঞ্জ থানা ভবনের পাশে একটি ভবনের চতুর্থ তলায় থানার এসআই মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার দরজার তালা ভেঙে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬টি গুলি চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এসআই রাকিব উদ্দিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
পরে থানার আশপাশের সিসি ক্যামেরার ভিডিও দেখে দুই যুবককে শনাক্ত করে পুলিশ।
ঘটনার পর ৫ দিনের ‘চুলচেরা বিশ্লেষণ ও তদন্তে’ শনাক্তকারী ওই দুই যুবক অস্ত্র-গুলি চুরির সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ।
ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, “যদি কোনো ব্যক্তি চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা আর ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
“এ ক্ষেত্রে সন্ধানদাতার সব তথ্য-পরিচয় গোপন রাখা হবে,” বলেন ওসি শাহ আলম।