Published : 26 Jul 2024, 10:59 PM
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সমুদ্র উপকূলে ফিশিং ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের মৃতদেহ শুক্রবার বেলা সাড়ে ১১টায় টেকনাফের উপকূলে ভেসে এসেছিল; পরে বিকাল ৪টার দিকে আরও একজনের মরদেহ ভেসে আসে বলে জানিয়েছেন টেকনাফ ওসি মুহাম্মদ ওসমান গণি।
বিকালে উদ্ধার করা মরদেহটি নুর মোহাম্মদ সৈকতের (২৭)। তিনি সেন্ট মার্টিনের বাসিন্দা ছলিম উল্লার ছেলে।
এর আগে উদ্ধার করা হয়- সেন্ট মার্টিনের বাসিন্দা আজম আলীর ছেলে মো. ইসমাঈল (২৮), আবদুর রহমানের ছেলে মোহাম্মদ ফাহাদের (৩০) মরদেহ।
ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, বুধবার টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের শাহপরীর দ্বীপের অদূরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ট্রলার- স্পিডবোট নিয়ে তাদের উদ্ধার করতে যায়। তখন ঢেউয়ের ধাক্কায় একটি স্পিডবোটও ডুবে যায়।
এই দুই নৌযান ডুবির ঘটনায় তিন জন নিঁখোজ ছিলেন। দুইদিন পর শুক্রবার একে একে তিন জনের মরদেহই উপকূলে ভেসে আসলে উদ্ধার করা হয়।
মরদেহগুলো উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: