Published : 01 Jun 2025, 09:38 PM
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরা ১১ জনকে আটক করা হয়েছে।
উপজেলার পানিহাতা সীমান্ত এলাকা থেকে শনিবার ভোরে বিজিবি তাদের আটক করে বলে নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন- নড়াইল জেলার কুমড়ি এলাকার ছন্দার মোল্লার ছেলে আবুল কালাম (৩৪), ময়নুল মোল্লার স্ত্রী আলপনা খানম (২৩), লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া এলাকার এহিয়া শেখের ছেলে ইমরান শেখ (৩৫), আমরান শেখের স্ত্রী রোকেয়া বেগম(২৭), কালিয়া উপজেলার ভোমবাগ এলাকার দাউদ মোল্লার ছেলে রানা মোল্লা (২৬), রানা মোল্লার স্ত্রী নাসরিন বেগম (২৩), খুলনার দীঘলিয়া উপজেলার উত্তর চন্দনী মহল এলাকার ফজর মোল্লার স্ত্রী মোছা. লিচি (৪৮) এবং ফজর মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৫)। বাকি তিনজন শিশু।
এ ঘটনায় বিজিবি ৩৯/সি কোম্পানির রামচন্দ্রকুড়া সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. নাজমুল হুদা মামলা করেছেন। মামলায় তিন শিশু ছাড়া আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত এক মাস ধরে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ দেশটিতে থাকা লোকজনকে ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ সরকার এসব ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
এসব ঘটনার মধ্যেই শেরপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ১১ জনকে আটকের কথা জানাল বিজিবি।
মামলায় বলা হয়েছে, শনিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে বিজিবি টহল দিচ্ছিল। এ সময় তারা পানিহাতা মিশনের পূর্ব পাশের সীমান্ত পিলার নম্বর ১১১৮ এর ৯/এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ের মধ্যে ১১ জনকে ঘোরাফেরা করতে দেখা যায়।
তাদেরকে জিজ্ঞাস করলে, তারা বলেন যে, পাহাড় দেখতে এসেছেন। পরে একেক সময় একেক কথা বলেন। তখন তাদের থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। তখন অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ভারতীয় রুপি, দুটি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, তাদেরকে আদালতে করাগারে পাঠানো হয়েছে। শিশুরা তাদের মায়ের সঙ্গে আছে।