Published : 21 Mar 2025, 05:55 PM
বরিশালের বাবুগঞ্জে বাস চাপায় মোটরসাইকেলের চালক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানিয়েছেন।
নিহত মো. সজিব হাওলাদার (২৫) সদর উপজেলার কাশিপুর বিহঙ্গল জাম্বুরতলা এলাকার মানিক হাওলাদারের ছেলে। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আহত মিরাজ (২৫) নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি জাকির শিকদার বলেন, দুই বন্ধু মোটরসাইকেলে মীরগঞ্জ থেকে কামিনী পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলেন। পথে রহমতপুর ব্রিজের ঢালে ঢাকা থেকে বরগুনাগামী মোড়ল এক্সপ্রেস পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। এতে দুই বন্ধু গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন “
ঘটনাস্থলে থাকা এয়ারপোর্ট থানার এসআই সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় তারা কাছাকাছি ছিলেন। তখন ধাওয়া করে বাসের চালককে আটক করা হয়। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার আইনগত ব্যবস্থা নিবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।