Published : 27 May 2025, 10:06 PM
শেরপুরে বিক্রি করা জমির দলিল লিখে দিতে গিয়ে বিক্ষোভের মধ্যে পড়েছেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও স্ত্রী। পরে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে রক্ষা করে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই দম্পতি সদর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে গেলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে আটক করে বিক্ষোভ মিছিল শুরু করে।
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, “জমি বিক্রির দলিল করতে এলে অসুস্থ সাবেক মন্ত্রী ও তার স্ত্রীকে আটক করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। এ খবর পেয়ে সদর থানা পুলিশ ‘মব জাস্টিজ’ যাতে না ঘটে সেজন্য ঘটনাস্থলে যায়। এবং তাদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।”
পুলিশ সুপার বলেন, “তাদের আটক করা হয়নি। শেরপুরে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। জামালপুরেও খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা নেই। এ অবস্থায় বয়োবৃদ্ধ অসুস্থ সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা ও তাঁর স্ত্রীকে আটকের মত কোনো কারণ নেই।”
রেজাউল করিম হীরা জামালপুর-৫ (সদর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। ১৯৯৬ সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১, ২০০৮ ও ২০২৪ সালেও তিনি সংসদ সদস্য হন। ২০০৯ সালে তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এ ছাড়া তিনি দশম সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।