Published : 27 Jun 2024, 11:54 AM
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি ট্রাকের পেছনের ধাক্কা দেওয়ার পর বাস চালকের সহকারীসহ দুইজনের প্রাণ গেছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার সৈয়দাবাদ এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে খাটিহাতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার জানান।
নিহতরা হলেন-কিশোরগঞ্জ জেলার নিকলী থানার টিক্কলহাটি গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে বাস চালকের সহকারী সাইফ (২০) ও একই গ্রামের বাস যাত্রী কাশেম মিয়ার ছেলে রাজু (২০)।
স্থানীয়দের বরাতে ওসি আশীষ বলেন, “কুমিল্লামুখী বিসমিল্লাহ্ পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসের হেলপারসহ কয়েকজন যাত্রী আহত হয়।
“তাদের মধ্যে গুরুতর অবস্থায় সাইফ ও রাজুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ এবং নিহতদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।