Published : 11 Jun 2025, 09:31 PM
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ২৬ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ।
বুধবার দুপুরে উপজেলার ৬৪ নম্বর মেইন পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয় বলে মহেশপুরের ৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক জানান।
২৬ জনের মধ্যে সাতজন পুরুষ সদস্য আছেন। তাদের ছয়জনের বাড়ি কুড়িগ্রাম জেলায়। বাকি একজন জয়পুরহাট জেলার বাসিন্দা।
উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক বলেন, মঙ্গলবার রাতে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়ন ঝিনাইদহের মহেশপুরের ৫৮ বিজিবিকে জানায়, তারা ভারতে অবৈধভাবে বসবাসরত ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায়। ওই ২৬ জনের নাম-পরিচয় জানিয়ে দেয় বিএসএফ। নাম-ঠিকানা যাচাই করার পর বিজিবি ওই ২৬ জনকে গ্রহণ করতে সম্মত হয়।
সন্ধ্যা ৬টার দিকে ২৬ জনকে জীবননগর থানায় হন্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জীবননগর থানার এসআই খুরশিদ আলম জানান, ২৬ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।