Published : 24 Aug 2024, 10:07 PM
রংপুর মেডিকেল কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রংপুর সিটি করপোরেশনে প্রশাসক ও বিভাগীয় কমিশনার জাকির হোসেন শনিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ।
এ সময় তিনি বলেন, “মেডিকেল কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করায় শিক্ষার্থীদের সাধুবাদ জানাই। যারা কিছু দিন আগে দেশের পরিবর্তন আনার জন্য অনেক আত্মত্যাগ করেছে।”
শিক্ষার্থীরা শুধু আন্দোলনের মাঠে সীমাবদ্ধ থাকেননি, তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো সুন্দর বিষয়েও মনোনিবেশ করেছেন বলে মন্তব্য করেছেন জাকির হোসেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা এখন জাতিকে পথ দেখাচ্ছেন। তারা অনিয়ম-দুর্নীতি ও জঞ্জাল পরিষ্কার করতে উদ্যোগী হয়েছেন।
ইতিবাচক ভাবনা থেকে শিক্ষার্থীদের বিচ্যুত না হওয়ার আহ্বান জানিয়ে রংপুর বিভাগীয় কমিশনার বলেন, “দেশের উন্নয়নে তোমাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতার এই কার্যক্রম বাস্তবায়নে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক।
বিভাগীয় কমিশনারের উদ্বোধনের পর শিক্ষার্থীরা পাঁচটি দলে ভাগ হয়ে মেডিকেল কলেজ পরিষ্কার-পরিচ্ছন্নতায় নেমে পড়েন।