Published : 20 Mar 2025, 08:42 PM
গাজীপুর মহানগরে গাড়িচাপায় এক পথচারী নিহতের গুজবে বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাছা থানার মালেকের বাড়ি এলাকায় এ দুর্ঘটনার পর ঘণ্টা খানেকের সড়ক অবরোধে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।
রাত ১১টার দিকে গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, প্রথমে দুর্ঘটনায় এক ব্যক্তির মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। পরে খোঁজ নিয়ে দেখা যায় শাহীন নামে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি মারা যাননি। এ খবর জানানোর পর স্থানীয়রা রাত ৯টার দিকে অবরোধ তুলে নেন।
তিনি বলেন, আহত ওই ব্যক্তি টঙ্গী স্টেশন এলাকার ভবঘুরে। তাকে শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (এডিসি-ট্রাফিক) অশোক কুমার পাল এক ব্যক্তির নিহত হওয়ার খবর শোনার তথ্য দিয়েছিলেন।
তিনি তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেননি। বলেছিলেন, বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। এতে ওই পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
রাত ৮টা পর্যন্ত অবরোধ ও যানজট অব্যাহত আছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।
[নতুন তথ্যসহ আপডেট করা হয়েছে।]