Published : 31 Oct 2024, 12:34 AM
কক্সবাজারের পেকুয়া উপজেলায় শিক্ষক আরিফ হত্যা মামলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরীকে বুধবার দুপুরে চকরিয়া থেকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত শিক্ষক আরিফ হত্যায় পাঁচ আসামি গ্রেপ্তার হয়েছে।
২৮ সেপ্টেম্বর পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ অপহরণের শিকার হন। অপহরণের ১৪ দিনের মাথায় ১১ অক্টোবর বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে শিক্ষক আরিফের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
শিক্ষক আরিফ সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার মৃত বজল আহমদের ছেলে।