Published : 18 Feb 2025, 06:20 PM
সিলেটের ফেঞ্চুগঞ্জে ক্রসিং পার হতে গিয়ে রেললাইনে বন্ধ হওয়ার পর ট্রেনের ধাক্কায় ছিটকে ধানক্ষেতে পড়েছে বরের জন্য সাজানো গাড়ি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহ মালুম মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান জানান।
তিনি বলেন, “এ ঘটনায় আহত চালক হোসেন আহমদ (৩৮) কে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।”
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “বর নিয়ে আসার জন্য যাচ্ছিল ফুল দিয়ে সাজানো প্রাইভেট কারটি। ওই এলাকায় ক্রসিং পার হওয়ার সময় গাড়িটি রেললাইনের উপর বন্ধ হয়ে যায়। তখন চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনের ধাক্কায় গাড়িটি ছিটকে গিয়ে ধানক্ষেতে পড়ে।
“তখন গাড়িটিতে শুধু চালক হোসেন আহমদ ছিলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”
ফেঞ্চুগঞ্জের বাসিন্দা সাংবাদিক রুমেল আহসান বলেন, “রেল ক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় আছে। একাধিকবার স্থানীয়রা বিষয়টি নিয়ে দাবি তুললেও এতে গেইটম্যান বসানোর উদ্যোগ নেই। ফলে এখানে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।”