Published : 10 Jan 2024, 04:07 PM
নিখোঁজের পাঁচ দিন পর সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি কারখানার ভেতরে মাটি খুঁড়ে সেই প্রতিষ্ঠানের নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা চুরিতে বাধা দেওয়ায় তাকে হত্যার পর লাশ কারখানার মেঝেতে লুকিয়ে রেখেছিল দুর্বৃত্তরা।
বুধবার সকালে উপজেলার মশিপুর এলাকার আরকে টেক্সটাইল মিলের ভিতর মাটি খুঁড়ে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার।
নিহত ফেরদৌস আলী (১৮) উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি আরকে টেক্সটাইল মিলে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।
ওসি খায়রুল বাশার জানান, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল আরকে টেক্সটাইল মিলে যান ফেরদৌস। পরদিন সকালে বাড়ি না ফেরায় স্বজনরা খোজাখুজি করতে থাকে এবং থানায় সাধারণ ডায়েরি করেন।
এরপর তথ্য প্রযুক্তির সহযোগিতায় ৫ দিন পর বুধবার সকালে ওই কারখানার ভিতরে একপাশের মাটি খুঁড়ে ফেরদৌসের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। তার ব্যবহৃত মোবাইলও সেখান থেকে উদ্ধার করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আক্কাস আলী বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে চুরি করতে বাধা দেওয়ায় চোর চক্র ফেরদৌসকে হত্যার পর কারখানার ভিতর গর্ত করে লাশ পুঁতে রেখেছিল। অভিযুক্ত চোর শনাক্ত হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।