Published : 26 Apr 2023, 07:41 PM
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি লোহার সেতু ধসে পড়েছে।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান।
তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী লেইনের লোহার ব্রিজে একটি ৪২ চাকার লরি বিদ্যুতের যন্ত্রাংশ (ট্রান্সফরমার) নিয়ে উঠলে সেতুটি ধসে পড়ে। এ সময় সেতুতে একটি প্রাইভেটকার ছিল সেটিও নিচে পড়ে যায়। এতে দুজন আহত হন। সেতুটি ধসে পড়ার পর একটি লেইনে ঢাকা-ময়মনসিংহগামী সব যানবাহন চলাচল করছে।
ওসি আরও বলেন, “এ জন্য ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের দায় রয়েছে। কারণ এ ব্রিজের ওপর দিয়ে কত ওজনের গাড়ি চলতে পারবে তা নিয়ে কোথাও কোনো সাইনবোর্ড নেই। অতিরিক্ত ওজনের কারণেই ব্রিজটা ভেঙেছে।”
ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন বলেন, “লরিতে থাকা ট্রান্সফরমারের গায়ে লেখা ৮০ থেকে ১০০ টন। এ ধরনের ওভারলোডেড মালামাল নেওয়া হলে মূলত আগে থেকেই আমাদের জানানো হয়। তা ব্রিজ দিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আলাদা বাইপাস রোড করে নেওয়া হয়।
“এই লরিটি তারা ভালুকা ব্রিজের ওপর দিয়েও নিয়ে এসেছিল। দুর্ঘটনা ঘটিয়ে লরির লোকজন গা ঢাকা দিয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
ত্রিশাল ফায়ার স্টেশনের সাব-অফিসার আবুল কালাম বলেন, “ব্রিজটির প্রায় ১০০ ফুট ধসে পড়ে। প্রাইভেটকারে থাকা ৫ জনের মধ্যে দুজন আহত হয়েছেন। এখনও উদ্ধার অভিযান শুরু হয়নি। এই লরি পুলিশ বা ফায়ার সার্ভিসের পক্ষে উদ্ধার করা সম্ভব নয়।”