Published : 24 Jan 2024, 03:34 PM
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন পাবনায় ‘সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের’ প্রধান উপদেষ্টা হিসেবে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
পরিষদের সাধারণ সস্পাদক নরেশ চন্দ্র মধু জানান, মঙ্গলবার মুনমুন সেনের সঙ্গে কথার এক পর্যায়ে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে সংযুক্ত হওয়ার জন্য তাকে আহ্বান জানানো হয়।
তিনি বলেন, “পরে একটি মেসেজের মাধ্যমে পরিষদের সঙ্গে সংযুক্ত হওয়ার কথা নিশ্চিত করেন মুনমুন।”
মুনমুনের তরফ থেকে আগ্রহ প্রকাশের বিষয়টি জানার পর তাকে অভিনন্দন জানিয়েছেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রামদুলাল ভৌমিক।
রামদুলাল বলেন, “এটি আমাদের জন্য আনন্দের খবর। মুনমুন সেন এরই মধ্যে তার মা সুচিত্রা সেনের ব্যবহৃত শাড়ি, বই ও একটি ছবি পরিষদকে দিয়েছেন। পাশাপাশি তিনি সুচিত্রা সেনের স্মৃতি রক্ষায় সার্বিক সহযোগিতা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।”
ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়াম, মারাঠি ও কন্নড় ছবিতে অভিনয়ের জন্য পরিচিত। তিনি অভিনয় করেছেন বলিউড সিনেমায়ও। ১৯৮৪ সালে ‘অন্দর বাহার’ সিনেমার মধ্য দিয়ে সিনেমা জগতে অভিষেক ঘটে তার।
মুনমুন দুই কন্যার জননী। তারা হলেন-অভিনেত্রী রাইমা সেন ও রিয়া সেন।