Published : 17 Jul 2023, 10:11 PM
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার প্রথম মেয়র হিসেবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশীদ খসরু।
সোমবার ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান খলিফা এ ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকের প্রার্থী ফাইজুর রশীদ খসরু পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম পেয়েছেন ৫ হাজার ৭১ ভোট।
সকাল থেকে শুরু হওয়া নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য।
পৌরসভা ঘোষণার পর এবারই প্রথম ভান্ডারিয়ায় নির্বাচন হলো। সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হয়।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন।