Published : 14 Dec 2022, 01:32 PM
ভোলার লালমোহন উপজেলায় বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজার হোসাইনিয়া দাখিল মাদ্রাসা ভবনের ছাদে এ ঘটনা ঘটে বলে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান।
নিহত মো. রাফিন (১২) উপজেলার ৫৬ নম্বর দেবীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল এবং দেবীর চর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রুম্মান খানের ছেলে।
ওসি মাহবুবুর বলেন, সকালে মাদ্রাসা মাঠে রাফিন বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলা করছিল। এ সময় সে মাদ্রাসার ছাদে পানির ট্যাংকির পাশে লুকাতে যায়। কিন্তু অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারে জড়িয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।