Published : 18 Jan 2024, 06:24 PM
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক শিশু এবং মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পেছনের সড়কে এবং বিকালে শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম।
নিহত মাহফুজা আক্তার সিমা (৫) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহব্বত হোসেনের মেয়ে। সে সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট অ্যান্ড স্কুলের নার্সারির শ্রেণির শিক্ষার্থী ছিল।
অপর নিহত মোছা. হাসিনা বেগম (৬৩) উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের আয়নাল হকের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বাড়ির পাশে সড়কের ধারে মাহফুজাসহ কয়েকজন শিশু খেলাধুলা করছিল। এ সময় মাটি বহন কাজে নিয়োজিত অনুমোদনহীন ট্রাক্টর পেছন থেকে মাহফুজাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি মাহবুব আলম বলেন, ঘটনার পরপর ট্রাক্টর ফেলে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
এদিকে বিকাল ৪টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় হাসিনা বেগম নিহত হয়েছেন।
ওসি মাহবুব আলম জানান, বাড়ির সামনে সড়ক পার হওয়ার সময় হাসিনাকে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।