Published : 22 Jul 2023, 08:45 PM
শেরপুরে পাহাড়ি ও বনাঞ্চলে বন্যহাতির অভয়ারণ্য ও চলাচলে করিডোর ঘোষণার কার্যক্রম চলেছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
তিনি বলেছেন, “২০১৪ সাল থেকে এখন পর্যন্ত বন্যহাতির দ্বারা প্রাণহানি, ঘরবাড়ি ভাঙচুর ও ফসলি জমি ক্ষতির শিকার ভুক্তভোগীদের ৯২ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছি।”
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি’ শ্লোগানে শনিবার শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরের ডিসি উদ্যানে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বেশি বেশি গাছ লাগানো তাগিদের পাশাপাশি পুকুর ভরাট না করা এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধের আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।
উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, বন সংরক্ষক গোবিন্দ রায়, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হুসাইন মোহাম্মদ নিশাদ, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন বনমন্ত্রী শাহাব উদ্দিন।
আগামী ২৮ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃক্ষমেলার স্টল খোলা থাকবে। মেলায় ৪৫টি স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে।
এ দিকে বিকালে বনমন্ত্রী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় রেঞ্জ কর্মকর্তার কার্যালয় ও শ্রীবরদী বালিজুড়ি রেঞ্জের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। পরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক পরিদর্শন ও জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ করেন মন্ত্রী।