Published : 06 Jan 2024, 10:02 PM
বরিশাল নগরীতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট কেনার দায়ে এক আওয়ামী লীগ নেতাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আব্দুল মতিন ওই নেতাকে ১৫ দিনের কারাদণ্ড দেন বলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান।
দণ্ডিত মঞ্জুর মোর্শেদ ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং কাজীপাড়া প্রথম গলির বাসিন্দা।
সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এখানে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন রিপন।
মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আফজালুল করিম বলেন, “আওয়ামী লীগ নেতা মঞ্জুর মোর্শেদ ট্রাক প্রতীকের পক্ষে ভোট কিনতে টাকা বিতরণ করছিলেন। স্থানীয়রা তাকে টাকাসহ আটক করে পুলিশে দেয়।”
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, “রাত ৮টার দিকে নগরীর জিয়া সড়ক মদিনা মসজিদ এলাকায় টাকা বিতরণ করতে যান মঞ্জুর মোর্শেদ। তখন স্থানীয়রা তাকে হাতে-নাতে আটক করে।
“পরে তার কাছ থেকে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে বিভিন্ন জনকে টাকা দেওয়ার তালিকাও উদ্ধার করা হয়েছে।
মঞ্জুর মোর্শেদকে সাজা পরোয়ানায় রোববার কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পরিদর্শক।