Published : 14 Jan 2023, 10:18 AM
চুয়াডাঙ্গা ঘন কুয়াশায় ঢেকে আছে; সামান্য দূরের কিছুও দেখা যাচেছ না। সড়কে যানবাহন চলছে ধীর গতিতে, হেড লাইট জালিয়ে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ রকিবুল হাসান জানান, শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন, সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। সূর্য দেখা যায়নি। দুপুরের আগে কুয়াশা কাটবে না। দুপুরের পর সূর্য দেখা দিতেও পারে।
এদিকে শীতের মধ্যেও সংসার চালাতে কাজে বের হতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। তারপরও অনেকের কপালে জুটছে না কাজ; বেচাকেনা বন্ধ দোকানিদের।
চুয়াডাঙ্গা বড় বাজারের কুল ব্যবসায়ী হযরত আলী বলেন, “কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। ক্রেতাও নাই, বিক্রিও নাই। ৬০ টাকার কুল ২০ টাকাতেও কেউ কিনছে না।”
চুয়াডাঙ্গা বড় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে আসা শহরের গুলশানপাড়ার ইদ্রিস আলী বলেন, “সকাল ৯টার সময়ও কুয়াশা কাটে নাই। আমি একটি অটোরিকশায় করে এসেছি। কিছু দেখা যাচ্ছে না, তাই খুব ভয়ে ভয়ে ছিলাম। যদি দুর্ঘটনা ঘটে।”
চুয়াডাঙ্গা শহরের ভ্যান চালক আব্বাস মণ্ডল জানান, ভোরে তিনি শহীদ হাসান চত্বরে এসে দেখেন কুয়াশায় চারদিক ঢাকা। সামান্য দূরেও কিছু নজরে পড়ছে না। শহরে লোকজনও কম। যাত্রী নেই; ফলে কোনো আয় হয়নি।