Published : 11 Aug 2023, 12:39 AM
ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় বৃদ্ধাসহ দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আট জন।
বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের তামান্না পার্কের সামনে ট্রাক্টর চাপায় ৭০ বছর বয়সি বৃদ্ধা ও ঝিনাইদহ-মাগুরার পোড়াহাটি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন বলে জানায় পুলিশ।
নিহতরা হলেন: ঝিনাইদহের জেলার শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রামের প্রয়াত ওসমান মোল্লার স্ত্রী সুফিয়া বেগম ও জেলা শহরের কাঞ্চননগর এলাকার বাসিন্দা নারায়ণ নন্দী (৫৬)।
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে রোগী দেখে ভ্যানে বাড়ি ফিরছিলেন সুফিয়া বেগম। পথে ভ্যানের চাকার সাথে শাড়ি পেঁচিয়ে গেলে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান; আহত হয়েছেন এক জন।
অপরদিকে, ঝিনাইদহ থেকে মাগুরার দিকে যাওয়ার পথে সড়কের পোড়াহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা আট যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক নারায়ণ নন্দীকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।