Published : 06 Jul 2023, 08:55 PM
কক্সবাজারের রামু উপজেলায় সংরক্ষিত বনে অসুস্থ হয়ে একটি হাতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ারদিঘি এলাকায় হাতিটি মারা যায় বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ডিএফও মো. সারোয়ার আলম।
তিনি জানান, সংরক্ষিত বনাঞ্চলটি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন রাজাকূল রেঞ্জের ভেতরে পড়েছে। সকালে ওই বনে হাতিটিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে সেখানে যান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাও। তিনি গিয়ে হাতিটিকে মৃত ঘোষণা করেন।
পুরুষ জাতের এ হাতিটি অসুস্থতাজনিত কারণে মারা গেছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন ডিএফও। তিনি বলেন, “হাতিটির বয়স আনুমানিক ৩০-৩২ বছর। ময়নাতদন্তের পর বিকালের দিকে হাতিটি মাটি চাপা দেওয়া হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
হাতিটির ময়নাতদন্তে অংশ নেন রামু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন।
তিনি বলেন, “প্রাণীটির শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে অসুস্থ হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।”