Published : 17 Aug 2023, 06:37 PM
ব্রাহ্মণবাড়িয়ার এক গৃহবধূ ও তার ছেলের ওপর অ্যাসিড ছোড়ার দায়ে তিনজনকে আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ শারমিন নিগার একজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম।
দণ্ডিতরা হলেন- নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের নক্কু খান, উজ্জল খান, সোহাগ মিয়া। এদের মধ্যে সোহাগ ও উজ্জল পলাতক রয়েছেন।
মামলার বরাত দিয়ে আইনজীবী সাইফুল ইসলাম বলেন, ওই উপজেলার ভলাকুট গ্রামের জহির খান প্রায় তার স্ত্রী সুমা বেগমের ওপর নির্যাতন চালাত।
এই কারণে তিনি আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। পরে আদালত জহির খানকে কারাগারে পাঠায়।
তিনি বলেন, এরই জের ধরে জহির খানের গোষ্ঠীর লোকজন ক্ষুব্ধ হয়ে ২০১৭ সালের ১০ মে সন্ধ্যায় ঘরে ঢুকে সুমা ও তার ছেলে আকাশ খানের উপর অ্যাসিড নিক্ষেপ করেন।
এই আনজীবী বলেন, এতে তারা দু’জনই আহত হন। এ ঘটনায় সুমা বাদী হয়ে আটজনকে আসামি করে থানায় মামলা করেন।
এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আদালত তিন আসামিকে আট বছরের কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেকেই ৩০ হাজার জরিমানা করে বলে জানান এই আইনজীবী।
এ বিষয়ে সুমা বেগম জানান, অ্যাসিড নিক্ষেপের মত ঘৃণ্য কাজের ঘটনায় আদালত আসামিদের যে দণ্ড দিয়েছে তাতে তারা সন্তুষ্ট।