Published : 14 Feb 2023, 11:57 PM
গাজীপুর নগরীতে একটি শপিং ব্যাগে এক নবজাতকের লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ভুরুলিয়া এলাকায় রেলক্রসিংয়ের পাশে একটি খুঁটিতে ঝোলানো একটি শপিং ব্যাগ থেকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর থানা পুলিশ।
সদর থানার এসআই সাহেব আলী জানান, সন্ধ্যা ৬টায় একটি ছোট খুঁটির সঙ্গে সাদা শপিং ব্যাগ ঝুলছিল। স্থানীয় কয়েকজন কৌতূহলবশত ব্যাগটি খুললে একদিন বয়সী এক নবজাতকের লাশ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কে বা কারা এই লাশ ফেলে গেছে তা জানা যায়নি।