Published : 24 Jul 2023, 07:14 PM
আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত প্রতিটা দিন আওয়ামী লীগের কর্মীদের জন্য পরীক্ষার বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ।
তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেছেন, “এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আগামী দিনে বঙ্গবন্ধুকন্যা আবার রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পাবেন। তাই এখন থেকেই নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে দলীয় প্রধানের নির্দেশ মান্য করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।
“ফরিদপুরের চারটি আসনেই আওয়ামী লীগ প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে, আর এজন্য সবাইকে এক থাকতে হবে।”
সোমবার বিকালে শহরের আলিপুরের হাসিবুল হাসান লাবলু সড়কের শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে কাজী জাফর উল্যাহ এসব কথা বলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বেলুন ও পায়রা উড়ানো হয়। পরে বৃক্ষরোপন কর্মসূচি এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম।